Rahul Gandhi, Narendra Modi (Photo Credit: File Photo)

নতুন দিল্লি, ১৭ ফেব্রুয়ারি: দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশন বেছে নেওয়ার কমিটির বৈঠক শুরু হয়েছে। আগামিকাল, মুঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে কার্যকাল শেষ হচ্ছে রাজীব কুমারের। ২০২০ সালের পয়লা সেপ্টেম্বর থেকে দেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন রাজীব কুমার। এবার রাজীবের উত্তরসূরি বাছাই করার কমিটি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তোপ দাগল কংগ্রেস। নির্বাচন কমিশনের প্রধান বাছার কমিটিতে রাখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে। কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশনে নিজেদের অন্যায় আধিপত্য বজায় রাখতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে মুখ্য কমিশনারের বাছার কমিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাখা হয়েছে।

হাত শিবিরের দাবি, মুখ্য নির্বাচন কমিশনার বেছে নেওয়ার কমিটিতে কাদের রাখা হবে তা নিয়ে শীর্ষ আদালতের নির্দেশিকায় বলা আছে, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন।

কিন্তু প্রধান বিচারপতিকে সরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কমিটিতে রেখে নিজেদের পছন্দের মুখ্য নির্বাচন কমিশনারকে বেছে নির্বাচনে বিশেষ সুবিধা আদায় করতে চাইছে মোদী সরকার।