(Photo Credit: X@sone_do_mujhe)

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত মঙ্গলবার ২০২৪ সালে নির্বাচন কমিশনের দফতরের (ECI) বাইরে বিক্ষোভের ঘটনা (2024 Case Over Protest Outside ECI)তে ডেরেক ও'ব্রায়ান, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকে জামিন দিয়েছে। অভিযুক্তদের মধ্যে ৯ জন এদিন আদালতে সশরীরে উপস্থিত থাকলেও, বিবেক গুপ্তা নামে একজন নেতা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন। আদালত পাঁচজন বর্তমান সাংসদকে ১০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে, বাকিরা ১০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন এবং একই পরিমাণের একটি জামিনদার রয়েছে। মামলার পরবর্তী শুনানির জন্য ২১ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।

গত বছরের এপ্রিলে ভারতের নির্বাচন কমিশন (ECI) অফিসের বাইরে বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত একটি মামলায় ডেরেক ও'ব্রায়ান, সাকেত গোখলে, শান্তনু সেন-সহ বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতা এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হয়েছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের সেই সময় নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ হয়েছিল বলে অভিযোগ। বিক্ষোভের বিষয়ে দিল্লি পুলিশের দায়ের করা চার্জশিটের প্রেক্ষিতে আদালত সম্প্রতি তাঁদের বিরুদ্ধে সমন জারি করেছিল। সেই সমনে সাড়া দিয়ে এদিন আদালতে হাজির হন তৃণমূল কংগ্রেস নেতারা।