Close
Advertisement
 
মঙ্গলবার, মার্চ 04, 2025
সর্বশেষ গল্প
46 seconds ago

VK Sasikala Contracts Coronavirus In Jail: কারাগারে করোনা আক্রান্ত শশীকলা, ভর্তি আইসিইউ-এ

ভারত Sarmita Bhattacharjee | Jan 22, 2021 05:50 PM IST
A+
A-

করোনাভাইরাসে আক্রান্ত এআইএডিএমকে-র প্রাক্তন নেত্রী ভি কে শশীকলা। বেঙ্গালুরুর একটি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়েছে ৬৩ বছর বয়সী শশীকলা। ২০ জানুয়ারি থেকে কোভিড লক্ষ্মণ দেখা দেয় শশীকলার শরীরে, সামান্য জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতেই তাঁকে বাওরিং অ্যান্ড লেডি কার্জন মেডিকেল কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে কোভিড-১৯ পরীক্ষা হলে শশীকলার রিপোর্ট পজিটিভ আসে। শশীকলার শরীরে অক্সিজেনের মাত্রা কমে দাঁড়ায় ৮০-তে (৯৫ কিংবা তার উপরে থাকলে সেটি স্বাভাবিক হিসেবে মনে করা হয়)। কারাগারেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন তিনি, পরে শশীকলাকে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। কিছুদিন আগে আরটি-পিসিআর এবং অ্যান্টিজেন টেস্ট করান শশীকলা,যদিও সেই রিপোর্ট নেগেটিভ আসে তাঁর। হিসেব বহির্ভূত সম্পত্তির মামলায় ২০১৭ সাল থেকে চার বছরের জন্য পারাপ্পানা অগ্রহারে কারাগারে বন্দি শশীকলা।

RELATED VIDEOS