Bengaluru Crowd (Photo Credit: @MalayalamReview/ X)

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম (Bengaluru Stampede Case) চত্বরে পদপিষ্টের ঘটনায় ৪ দিন পার। ইতিমধ্যেই আরসিবি কর্তৃপক্ষের এক কর্তা ও ৩ ডিএনএ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদেরও দফায় দফায় তলব করা হচ্ছে। এই অবস্থায় কেএসসিএ-র দুই শীর্ষ আধিকারিক শনিবার সকালে পদত্যাগ দেন। জানা যাচ্ছে সচিব এ শঙ্কর এবং কোষাধ্যক্ষ ই এস জয়রাম অ্যাসোসিয়েশনের সভাপতি রঘুরাম ভাটের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

পদত্যাগ করেন দুই কর্মকর্তা

যদিও দুর্ঘটনায় তাঁদের কোনওভাবে হাত ছিল কিনা, এই বিষয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও তাঁরা একটি বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনায় একটি নৈতিক দায়বদ্ধতা আমাদেরও ছিল, যা এড়ানোর অভিপ্রায় তাঁদের নেই। সেই কারণেই তাঁরা পদত্যাগ করেছেন। তবে যদিও ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁরা জড়িত নন বলেও স্পষ্ট করেন তাঁরা। এদিকে তাঁদের পদত্যাগের পরেই জরুরি বৈঠকে বসেন কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।

চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে পদপিষ্টের ঘটনা

প্রসঙ্গত, গত মঙ্গলবার আইপিএল ২০২৫-এর কাপ জেতার পর বেঙ্গালুরুর ভক্তদের জন্য কাপ নিয়ে আসে আরসিবি। সেই সঙ্গে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসব পালনের কর্মসূচি করার পরিকল্পনা করে আরসিবি। আর সেখানেই ঘটে বিপত্তি। কাতারে কারাতে মানুষের সাংঘাতিক ভিড় করেন। আর তাতেই পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহত হন ৩৩ জন।