Bengaluru Stampede: আইপিএলে আরসিবি-র চ্যাম্পিয়ন হওয়ার পর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের সংবর্ধনায় ১১ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর জেরে বড় মন্তব্য করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া(Karnataka CM Siddaramaiah)। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানালেন, পদপিষ্ট কাণ্ডের পর রাজ্য সরকার আগামী দিনে বড় কোনও ক্রিকেট খেলাকে বেঙ্গালুরু শহরের বাইরে কোথাও নিয়ে যেতে চায়। সেই সঙ্গে সিদ্দারামাইয়া দাবি করেন তার সরকার পদপিষ্টের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী দাবি করেন, "এমন দুর্ঘটনা কোনও সরকারের আমলেই ঘটা উচিত নয়। ব্যক্তিগতভাবে আমায় এই দুর্ঘটনা খুব আঘাত করেছে। পাঁচজন পুলিশ কর্তাদের সাসপেন্ড করা হয়েছে। গোয়েন্দা প্রধান ও মুখ্যমন্ত্রী রাজনৈতিক সচিবকে সরানো হয়েছে। এই ঘটনাকে খুবই গুরুত্ব দিয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।"
কর্ণাটক ক্রিকেট সংস্থার কর্তাদের ঘুরিয়ে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডের জন্য বিজেপি ও জেডি (এস) মুখ্যমন্ত্রীর পদত্য়াগ দাবি করা প্রসঙ্গের জবাবে সিদ্দারামাইয়া জানান," কুম্ভমেলায় যখন অনেক লোক পদপিষ্ট হয়ে মারা যান তখন কি বিজেপি, জেডি (এস) উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি করেছিল?"
দেখুন বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে কী বললেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া
On the Bengaluru stampede, Karnataka CM Siddaramaiah says, "...The government will look into shifting the cricket stadium to another location. Such an unpleasant incident should not happen under any government. Personally, this incident has hurt me and the government. Five police… https://t.co/EIM8SglhBS pic.twitter.com/SkTJat2sfD
— ANI (@ANI) June 8, 2025
সরকারের ইভেন্ট ছিল না: সিদ্দারামাইয়া
এরপর কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানান, " ঘটনাটি খুবই দু:খজনক। কিন্তু সরকার কোনও ভুল করেনি। আমাদের সরকার কোনওরকম ভুল পদক্ষেপও নেয়নি। সব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাই আমাদের সরকারের লজ্জার কোনও বিষয় নেই।" চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই সংবর্ধনা অনুষ্ঠান সরকারের আয়োজিত ছিল না। তাঁকে আমন্ত্রণও জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী জানান।