চিন্নাস্বামী স্টেডিয়ামে সামনে পদপিষ্টের (Bengaluru Stampede Case) ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে চলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ইতিমধ্যেই বেঙ্গালুরু পুলিশ কমিশনার সহ একাধিক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। এমনকী রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কর্তাদের, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ডিএনএ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মকর্তাদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন সি্দ্দারামাইয়া। সেই সঙ্গে এই ঘটনার তদন্তে কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাইকেল কুনহারের নেতৃত্বে একটি এক সদস্যের বিচার বিভাগীয় কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কড়া বার্তা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “এই ঘটনার তদন্ত স্বচ্ছভাবে আগামী ৩০ দিনের মধ্যে করতে হবে। এবং তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। আরসিবি, কেএসসিএ এবং ডিএনএ ইভেন্ট ম্যানেমেন্টের কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দেওয়া হল রাজ্য পুলিশের ডিজিপি ও আইজিপিকে”। ইতিমধ্যেই বেঙ্গালুরুর কব্বন পার্ক থানা আরসিবি, কেএসসিএ-এর বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ।

দেখুন সিদ্দারামাইয়ার বক্তব্য

চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনা

প্রসঙ্গত আইপিএল ২০২৫-এর ফাইনালে রুদ্ধশ্বাস জয় পেয়েছে আরসিবি। দীর্ঘ ১৮ বছর অপেক্ষার পর এই জয় পেয়েছেন বিরাট কোহলিরা। এই খুশিতে বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কাপ প্রদর্শনী অনুষ্ঠান রেখেছিল আরসিবি। যেখানে উপস্থিত ছিল বিরাট কোহলি, রজত পতিদার সহ গোটা টিম। তাঁদের দেখতে কাতারে কাতারে মানুষ জড়ো হন স্টেডিয়াম চত্বরে। পুলিশি নিরাপত্তা উপেক্ষা করে জনতা মাঠে ঢুকতে চায়। চরম বিশৃঙ্খলার কারণে পদপিষ্টে মৃত্যু হয় ১১ জনের। আহত কমপক্ষে ৩৩ জন।