Chinnaswamy Stadium Stampede (Photo Credit: PTI/ X)

চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের (Bengaluru Stampede Case) ঘটনায় শোকপ্রকাশ করল আরসিবি কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটার কয়েকঘন্টার মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি প্রকাশ করেছে ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, ঘটনাটি নিয়ে তড়িঘড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আরসিবি কর্তৃপক্ষদের কাছে খবর যায়। এবং ১০ মিনিটের মধ্যে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে ঘটনার ৫ মিনিটের মধ্যেই সমস্ত অনুষ্ঠান বাতিল করার ঘোষণা করে সদস্যরা। সেই সঙ্গে আবার যাতে টিমের সদস্যরা বাইরে বেরোলে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকেও নজর দেয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ।

দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ আরসিবি কর্তৃপক্ষের

এদিন বিবৃতি প্রকাশ করে আরসিবি কর্তৃপক্ষ জানান, আজ বিকেল থেকে বেঙ্গালুরুর স্টে়ডিয়ামের সামনে দলের ভক্তরা ভিড় করেছিলেন। তবে স্টে়ডিয়ামের ভেতরে ঢোকার পর আমরা গোটা বিষয় সম্পর্কে মিডিয়ায় প্রকাশিত খবর দেখে জানতে পারি। দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। সকলের নিরাপত্তা ও সুস্থতা আমাদের কাছে একান্ত কাম্য। গোটা ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার সাথে সাথে আমরা সমস্ত কর্মসূচি বাতিল করে, স্থানীয় প্রশাসনের নির্দেশিকা অনুসরণ করি।

দেখুন আরসিবি-র এক্স অ্যাকাউন্টে পোস্ট

চিন্নস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনা

প্রসঙ্গত, চিন্নস্বামীতে পদপিষ্টের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন। হতাহতদের তালিকায় মহিলা, পুরুষ, শিশুরাও রয়েছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন।