
চিন্নাস্বামী স্টেডিয়াম চত্বরে পদপিষ্টের (Bengaluru Stampede Case) ঘটনায় দু’দিন পার। বৃহস্পতিবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া গ্রেফতারির নির্দেশ দিতেই শুক্রবার সকালের মধ্যে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। যাঁদের মধ্যে একজন ছিলেন আরসিবির এবং অপর তিনজন ডিএনএ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সদস্য। চারজনকেই আটক করার পর কাব্বন পার্ক থানায় জেরা করে আদালতে পেশ করা হয়। সেখানে অভিযুক্তদের ১৪ দিনের বিচার বিভগীয় হেফাজতের নির্দেশ দেয় আদালত। যদিও এই ঘটনায় আগামী দিনে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যও গ্রেফতার হতে পারে বলে সম্ভাবনা রয়েছে।
গ্রেফতার চারজন
ধৃতদের মধ্যে রয়েছেন আরসিবি মার্কেটিং টিমের হেড এবং রেভিনিউ হেড নিখিল সোসালে। আজ সকালে তাঁকে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। বাকি তিনজনের মধ্যে ডিএনএ ইভেন্ট সংস্থা্র ইভেন্ট ম্যানেজার কিরণ কুমার, বিজনেস অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথু এবং সুমন্ত নামে এক সদস্যকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ। প্রসঙ্গত, এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা এই প্রথম এতবড় অনুষ্ঠান সামলানোর দায়িত্ব পেয়েছিল।
চিন্নাস্বামীতে পদপিষ্টের ঘটনা
প্রসঙ্গত, গত বুধবার আইপিএল কাপ নিয়ে আরসিবি টিম শহরে ফিরেছিলেন। সঙ্গে ছিলেন বিরাট কোহলি, রজত পতিদারের মতো খেলোয়াড়। ১৮ বছর পর কাপ জিতেছে প্রিয় দল, ফলে সেটি দেখতে এবং জয় সেলিব্রেট করতে কাতারে কাতারে আরসিবি ভক্ত জমায়েত করেন চিন্নাস্বামী স্টেডিয়াম চত্বরে। আর সেই ভিড় সড়াতে লাঠিচার্জ করে পুলিশ। আর তাতেই পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহত হন ৩৩ জন।