Close
Advertisement
 
শুক্রবার, জানুয়ারী 17, 2025
সর্বশেষ গল্প
3 minutes ago

UK PM Announces Full Lockdown In England: করোনার নয়া স্ট্রেন রুখতে ইংল্যাণ্ডে জারি কড়া লকডাউন

বিদেশ Sarmita Bhattacharjee | Jan 05, 2021 12:01 PM IST
A+
A-

করোনার নতুন স্ট্রেনের বাড়াবাড়িতে কাবু গোটা ইংল্যান্ড। ব্রিটেনের অবস্থাও দিনকেদিন খারাপ হচ্ছে। নতুন প্রজাতির সংক্রমণ ক্ষমতা এতই বেশি যে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) বলেন, “গত বছর মহামারীর শুরুর সময় থেকে কোভিডের বিরুদ্ধে লড়তে একেবারে কোমর বেঁধে নেমেছে গোটা ইংল্যান্ড। তবে তখন ছিল পুরোনো করোনাভাইরাস। আর এখন করোনার নতুন প্রজাতি। যা যেমন বিরক্তিকর ঠিক তেমনই তার সংক্রমণের ক্ষমতা। তাই ভয়াবহ সংক্রমণ রুখতে ফের দেশজুড়ে লকডাউন জারি করতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের হাসপাতালগুলিতে এত রোগী বাড়ছে যা মহামারীর শুরু সময় থেকে দেখা যায়নি।” শুধুমাত্র ইংল্যান্ডের বিভিন্ন হাসপাতালে গত এক সপ্তাহে ২৭ হাজার করোনা রোগীর সংখ্যা বেড়েছে। গত বছর এপ্রিল মাসে যখন এ দেশে কোভিডের সংক্রমণে শীর্ষে উঠেছিল সেই সময়ের থেকে এখনও অন্তত আরও ৪০ শতাংশ রোগী বেশি রয়েছে। আগেই জানানো হয়েছে যে লকডাউনে চলে গিয়েছে স্কটল্যান্ড।

RELATED VIDEOS