
ENG vs WI: ইংল্যান্ড ক্রিকেটে কিংবদন্তির আসনে নিজের নামটা খোদাই করলেন জো রুট (Joe Root)। টেস্টের পর এবার ওয়ানডে ক্রিকেটেও ইংল্য়ান্ডের সর্বকালের সর্বাধিক রানসংগ্রহকারী ব্যাটার হলেন রুট। আন্তর্জাতিক ক্রিকেটের দুটো ফর্ম্য়াটেই দেশের সর্বাধিক রানসংগ্রহকারী ব্যাটার হওয়ার নজির কমই আছে। টেস্টে আলিস্টার কুক (১২ হাজার ৪৭২ রান)-কে ছাপিয়ে গিয়েছিলেন রুট। আর এদিন কার্ডিফে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে হাফ সেঞ্চুরি করে ছাপিয়ে গেলেন ইয়ন মর্গ্য়ানের (৬৯৫৭ রান) রেকর্ড। মর্গ্যানের চেয়ে ৪৬টি ম্যাচ কম খেলেই এই নজির গড়বেন রুট।
টেস্টে ইংল্য়ান্ডের প্রথম ১৩ হাজারী, ওয়ানডে-তে প্রথম ৭ হাজারী ব্যাটার
৩৪ বছরের রুট দেশের হয়ে ১৭৯তম ওয়ানডে খেলতে নেমে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রানসংগ্রহকারী ব্যাটার হলেন। পাশাপাশি তাঁর টেস্টে ১৫৩টি ম্যাচে মোট ১৩ হাজার ৬ রান আছে। রুটই ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটর ইতিহাসে প্রথম ১৩ হাজার রানের মাইলস্টোনে পৌঁছন ব্যাটার। ওয়ানডে-তেও তিনি ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের গণ্ডিতে পৌঁছে যাবেন। আরও পড়ুন-গত ১০ দিনে শেষ চারটি ইনিংসে তিনটি সেঞ্চুরি! ক্যারিবিয়ান ক্রিকেটে এখন সুপারহিরো কেসি কার্টি
শিকড়ে শিখরে
Another chapter in a legendary career 👏#JoeRoot #ENGvWI pic.twitter.com/MGGwjaX7cU
— Wisden (@WisdenCricket) June 1, 2025
টেস্টে ৩৬টি এবং ওয়ানডেতে ১৭টি সেঞ্চুরি আছে রুটের
টেস্টে রুটের ৩৬টি এবং ওয়ানডে-তে ১৭টি সেঞ্চুরি আছে। সব ঠিক থাকলে রুট টেস্টে অন্তত আরও চার বছর ও ওয়ানডে-তে আরও দু বছর খেলতে চান।