
ENG vs ZIM Test: ইনিংস হার এড়াতে পারল না জিম্বাবোয়ে। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ২২ বছর পর টেস্ট খেলতে নেমে এক ইনিংস ও ৪৫ রানে হারলেন ক্রেগ এরভিনরা। ট্রেন্টব্রিজে ইংল্য়ান্ড-জিম্বাবোয়ের মধ্যে চারদিনের টেস্ট শেষ হয়ে গেল আড়াই দিনেই। এক ম্য়াচের টেস্ট সিরিজে ইনিংস হারের লজ্জার মাঝে জিম্বাবোয়ের প্রাপ্তি হল প্রথম ইনিংসে তরুণ ওপেনার ব্রায়ান বেনেটের ১৩৯ রানের দুরন্ত ইনিংস আর দ্বিতীয় ইনিংসে সেন উইলিয়ামের ৮২ বলে ৮৮ রানের লড়াকু ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৮১ রানে ৬ উইকেট তুলে নিয়ে ম্য়াচের সেরা হলেন ইংল্য়ান্ডের স্পিনার শোয়েব বাশির।
ম্যাচে মোট ৯টি উইকেট নিলেন ইংল্যান্ডের স্পিনার শোয়েব বাশির
প্রথম ইনিংসে বাশির ৩ উইকেট নিয়েছিলেন। প্রথম ইনিংসে ইংল্য়ান্ড ৬ উইকেটে ৫৬৫ রান করে ডিক্লেয়ার করেছিল। জবাবে জিম্বাবোয়ে ২৬৫ রানে অল আউট হয়ে যায়। ফলো অন হজম করে ফের ব্যাট করতে নেমে জিম্বাবোয়ের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৫৫ রানে। ইংল্যান্ডের হয়ে তিনজন সেঞ্চুরি করেন- ওলি পোপ (১৭১), বেন ডাকেট (১৪০) ও জ্যাক ক্রাউলি (১২৪)। ২৫ বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জিম্বাবোয়ের কোনও ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন বেনেট।
ইনিংস ও ৪৫ রানে জিতল ইংল্য়ান্ড
আগামী বৃহস্পতিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্য়ান্ড। এরপর ২০ জুন থেকে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭-এর অভিযান শুরু করবেন বেন স্টোকসরা। অন্যদিকে, বুধবার থেকে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে খেলতে নামবে জিম্বাবোয়ে।