Close
Advertisement
 
বৃহস্পতিবার, জানুয়ারী 16, 2025
সর্বশেষ গল্প
19 seconds ago

Trinamool Congress's Manifesto: 'নন্দীগ্রাম দিবস'-এই ইস্তেহার প্রকাশ তৃণমূল কংগ্রেসের!

Videos Sarmita Bhattacharjee | Mar 14, 2021 12:03 PM IST
A+
A-

রবিবার দলীয় ইস্তেহার (Manifesto) প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আজ দলের তরফে একথা জানানো হয়েছে। গতকাল শিবরাত্রির দিন কালীঘাট থেকে ইশতেহার প্রকাশ করার কথা ছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। কিন্তু নন্দীগ্রামের বিরুলিয়ায় তিনিচোট পাওয়াতেই ইস্তেহার প্রকাশ স্থগিত হয়ে যায়। বর্তমানে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। এখনও পর্যন্ত বিরোধী বিজেপি ও বাম-কংগ্রেস-আইএসএফ জোট তাদের ইস্তেহার প্রকাশ করেনি। সেদিক থেকেই কিছুটা এগিয়ে শুরু করছে তৃণমূল। এর আগে অন্য দলগুলির আগেই রাজ্যের শাসকদল প্রার্থীও ঘোষণা করেছে। একদিনেই ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করেন মমতা ব্যানার্জি। এদিকে আজই নন্দীগ্রাম আসনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন (Nomination) পেশ করলেন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে তিনি মনোনয়ন পেশ করেন। তার আগে হলদিয়ায় মঞ্জুশ্রী মোড় থেকে এসডিও অফিস পর্যন্ত তিনি রোড শো করেন। রোড শোয়ের আগে রেয়াপাড়া শিবমন্দিরে পুজো দেন তিনি। নিজের হাতে প্রসাদ বিতরণ করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পর কয়েকটি মন্দির দর্শনে যান। বিরুলিয়ায় রেয়াপাড়ায় একটি মন্দিরে পুজো দিয়ে বেরানোর সময় পায়ে চোট লাগে তাঁর। গ্রীন করিডোর করে তাঁকে তড়িঘড়ি কলকাতায় আনা হয়।

RELATED VIDEOS