Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 15, 2025
সর্বশেষ গল্প
28 minutes ago

Sushant Singh Rajput Birth Anniversary: পবিত্র রিস্তা থেকে দিল বেচারা- সুশান্তের সেরা কাজ একনজরে

বিনোদনের খবর Sarmita Bhattacharjee | Jan 21, 2021 06:26 PM IST
A+
A-

'নেপোটিজম', এই শব্দটি চুরমার করে বলি ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেরিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। তবে কেরিয়ারের পারদ উপরে উঠতে না উঠতেই থমকে যায় ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল এক তারা। পবিত্র রিস্তা থেকে এসএসআর শুরু করেছিলেন নিজের কেরিয়ার...দিল বেচারাতেই শেষ! সুশান্তের মধ্যে ছিল এক অসম্ভব জেদ এবং কাজের খিদে, যা অভিনেতাকে ধাপে ধাপে সাফল্যের শীর্ষে নিয়ে যাচ্ছিল। সুশান্ত আজ নেই, কিন্তু তাঁর ৩৫-তম জন্মদিনে দেখে নেওয়া যাক অভিনেতার সেরা কিছু কাজ। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) ১৪ জুন আত্মহত্যা করেন। বান্দ্রার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বীরেন্দ্র শেহবাগ এবং সাইনা নেহওয়াল-সহ ক্রীড়া জগতের অনেকেই শোকপ্রকাশ করেছেন। বলিউড অভিনেতার আকস্মিক মৃত্যুতে সবাই অবাক হয়েছেন। অভিনেতার আকস্মিক মৃত্যুর খবরে শেহবাগ সকলকে মনে করিয়ে দিয়েছেন যে 'জীবন ভঙ্গুর' এবং আমরা আসলে কখনই জানি না যে কে কোন পরিস্থিতিতে আছে।

RELATED VIDEOS