মুম্বই, ৫ নভেম্বর: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু কীভাবে হয়েছে, তার সমাধান এখনও হয়নি। ফলে সুশান্ত আত্মহত্যা (Suicide) করেছেন না অন্য কিছু ঘটে তাঁর সঙ্গে, সে বিষয়ে প্রমাণ এখনও অধরা। ফলে সুশান্তের মৃত্যুর পর কয়েক বছর অতিক্রান্ত হলেও, কোনও সমাধান সূত্র মেলেনি। এবার সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী সোমি আলি (Somy Ali)। সলমন খানের প্রাক্তন বান্ধবীর দাবি, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি। সুশান্তকে খুন করা হয়েছে বলে দাবি করেন সোমি।
এরপরই অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর প্রসঙ্গ তোলেন সোমি। তিনি বলেন, অন্তঃসত্ত্বা অবস্থায় জিয়া খানের মৃত্য়ু হয়। এরপর জিয়া খানের মৃতদেহ সিলিং ফ্যানের সঙ্গে টানিয়ে দেওয়া হয়। জিয়া খানের মৃত্যুর পর সূরজ পাঞ্চোলি সলমন খানের কাছে যান পরামর্শ করতে। এমনও দাবি করেন বলিউড ভাইজানের প্রাক্তন বান্ধবী। যা নিয়ে ফের জোর কদমে চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত ২০২০ সালের ১৪ জুন ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। সুশান্তের মৃত্যু কীভাবে হল, তা নিয়ে এখনও ধোঁয়াশা অব্যাহত। সুশান্তের মৃত্যুর পর অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে মাদক মামলায় গ্রফতার করা হলেও, শেষে তাঁকে জামিন দেওয়া হয়। তবে রিয়ার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগ এখনও প্রমাণিত হয়নি। তার মধ্যেই সুশান্তের মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন সোমি আলি।