Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
3 hours ago

Shreya Ghoshal Announces Pregnancy: সোশ্যাল মিডিয়ায় মিষ্টি পোস্ট, মা হতে চলেছেন শ্রেয়া ঘোষাল

বিনোদনের খবর Sarmita Bhattacharjee | Mar 04, 2021 02:32 PM IST
A+
A-

বাংলা ও বলিউডের সংগীত জগতে খুশির খবর। এবার মা হতে চলেছেন সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। আজ নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে শ্রেয়া শেয়ার করেন বেবি বাম্পের (Baby Bump) ছবি। আগত সন্তানকে 'শ্রেয়াদিত্য' বলেও সম্মোধন করেন তিনি। বিয়ের ৬ বছর পর নতুন অতিথি আসতে চলেছে শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্যর ঘরে। বৃহস্পতিবার সকালে একটি ছবি শেয়ার করেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। যেখানে শ্রেয়া জানান, মা হতে চলেছেন তিনি। এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে রোমাঞ্চিত শিলাদিত্য এবং তিনি। শ্রেয়া লেখেন, "বেবি শ্রেয়াদিত্য (Shreyaditya) আসছে! শিলাদিত্য এবং আমি দারুণ খুশি এই খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে। তোমাদের সবার ভালোবাসার আর আর্শীবাদ প্রয়োজন, আমরা আমাদের জীবনের নতুন একটা পর্ব শুরু করতে চলেছি।"

RELATED VIDEOS