
কলকাতা, ২২ মার্চ: ইডেন গার্ডেন্সে চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে শুরু হল ১৮তম আইপিএল (IPL 2024)। ২০২৫ আইপিএলের নতুন মরসুমের সূচনা করলেন গতবারের চ্যাম্পিয়ন কেকেআর-এর মালিক তথা বলিউডের বেতাজ বাদশা শাহরুখ। কলকাতার দর্শকদের প্রশংসা করলেন শাহরুখ। বাঙালি গায়িকা শ্রেয়া ঘোষালের মনমাতানো গান, বলিউড অভিনেত্রী দিশা পাটানির দুরন্ত নাচ, রকস্টার কর্ণ আউজলা-র পারফরম্যান্সে বেশ জমজমাট হল গতবারের চ্যাম্পিয়ন কেকেআর-এর আইপিএল উদ্বোধন। মঞ্চ আলো করে উপস্থিত থাকলেন কেকেআর মালিক শাহরুখ খান। শ্রেয়া, দিশাদের গান-নাচের পর মঞ্চে উঠে দলের তারকা ক্রিকেটার রিঙ্কু সিংকে ডেকে নিলেন শাহরুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে চমক অ্যানামরফিক প্রোজেকশন। ইডেনের মাঠে গেল অ্যানামরফিক প্রোজেকশনে ফুটে উঠল প্রতিটি দলের লোগো। এবারের আইপিএলে অংশ নেওয়া ১০টি ফ্র্যাঞ্চাইজির জন্য বিশেষ ১০টি গান গাইলেন শ্রেয়া। সুরকার এআর রহমানের গাওয়া ‘বন্দেমাতরম’ গেয়ে শ্রেয়া শেষ করেন তাঁর পারফরম্যান্স।
দেখুন শ্রেয়া ঘোষালের দুরন্ত গানের পারফরম্যান্স
𝐓𝐡𝐞 𝐯𝐨𝐢𝐜𝐞. 𝐓𝐡𝐞 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭. 𝐓𝐡𝐞 𝐦𝐚𝐠𝐢𝐜 🎶
Shreya Ghoshal’s mesmerizing voice lights up the #TATAIPL 2025 opening ceremony! ⭐#KKRvRCB | @shreyaghoshal pic.twitter.com/cDM8OpOIP3
— IndianPremierLeague (@IPL) March 22, 2025
দেখুন রিঙ্কু সিংকে মঞ্চে ডেকে নিলেন শাহরুখ
Kohli Ko Ignore Krdiya Rinku Singh Nei #KKRvsRCB #JioHotstar #ViratKohli𓃵 #rinkusingh pic.twitter.com/FjwQo3ZjoU
— Ankit Khola (@AnkitKhola03) March 22, 2025
শ্রেয়া ঘোষাল গান গেয়ে যাওয়ার পর তার নিজের ছবির গানে নাচলেন দিশা পাটানি। ইডেনে গান গাইছেন শ্রেয়া ঘোষাল। প্রথমে তাঁর বিখ্যাত ‘তুমি যে আমার’ থেকে ‘কর ময়দান ফতে’, ‘পুষ্পা ২’ ছবির ‘স্বামী’ গাইলেন শ্রেয়া।