Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 22, 2025
সর্বশেষ গল্প
9 minutes ago

Saraswati Puja 2021 Wishes: সরস্বতী পুজোর শুভেচ্ছা, আনন্দে কাটুক দিনটি

উৎসব-ধর্ম Sarmita Bhattacharjee | Feb 16, 2021 09:42 AM IST
A+
A-

১৬ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর পূন্যলগ্নে দেবী বন্দনায় মেতে উঠবেন সকলে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, মাঘমাসের পঞ্চমী তিথিতে বাগদেবীর (Saraswati Puja 2021) আরাধনা করা হয়। সরস্বতী পুজো হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে একটি অন্যতম প্রধান উৎসব। শুক্ল পঞ্চমীর দিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাড়িতে ও সর্বজনীন পুজোমণ্ডপে দেবী সরস্বতীর পুজো করা হয়। সরস্বতী পুজো হল বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সকাল হতেই বাসন্তী রঙা শাড়ি আর পঞ্জাবীতে রাস্তায় রাস্তায় ভিড় উপচে পড়ে। অঞ্জলী দেওয়ার ফাঁকে আড়চোখে প্রেমিক কিংবা প্রেমিকাকে একটু দেখে নেওয়া আর তাতেই এক অজানা আনন্দ উঁকি দেয় মনের কোণে।

RELATED VIDEOS