Advertisement
 
শনিবার, জানুয়ারী 31, 2026
সর্বশেষ গল্প
2 months ago

Protesters Hoist Sikh Flag At Red Fort: প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় উড়ল 'নিশান সাহিব'-র পতাকা

ভারত Sarmita Bhattacharjee | Jan 27, 2021 11:17 AM IST
A+
A-

আজ ট্র্যাক্টর মিছিলকে (Tractor Rally) কেন্দ্র করে ধুন্ধুমার হয় দিল্লিতে। রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে উস্কে দেয় লালকেল্লায় (Red Fort) "নিশান সাহিব"-র পতাকা উত্তোলন। আপ (AAP) এবং কংগ্রেসের (Congress) দাবি মঙ্গলবার এ ঘটনায় জড়িত বিজেপি , কারণ, যাঁরা লাল কেল্লায় পতাকা তোলেন তাদের মধ্যে একজন দীপ সিধু, বিজেপি সাংসদ তথা সানি দেওলের ঘনিষ্ঠ। নরেন্দ্র মোদি, সানি দেওলের সঙ্গে দীপ সিধুর একসঙ্গে একটি ছবিও এই মুহূর্তে ভাইরাল। কংগ্রেসের মুখপাত্র গৌরব পান্ধি টুইট করে জানিয়েছেন, "বিজেপির দীপ সিধু এবং তাঁর অনুগামীরা লাল কেল্লায় নিশান সাহিবের পতাকা লাগায়। এটি বিজেপির পূর্বপরিকল্পিত বিদ্বেষমূলক পরিকল্পনা। ২ মাস আগেই আমি ওকে নিয়ে সতর্কবার্তা দিয়েছিলাম।" সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে দীপ সিধুর একটি পুরনো ছবিও শেয়ার করেন।

RELATED VIDEOS