বিগত কয়েকমাসে দিল্লির (Delhi) বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় ঘটছিল। কোথাও ফোন, কোথাও টাকা, আবার কোথায় বাইক লুটের ঘটনা সামনে আসছিল। গত শনিবারও একটি ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই অভিযোগের তদন্তে নেমে দিল্লি পুলিশ পাকড়াও করলেন তিন অভিযুক্তকে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা, দুটি ছিনতাই করা বাইক, তিনটি মোবাইল ফোন। এছাড়া একাধিক অস্ত্রও উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। যদিও এই অভিযানে এক অভিযুক্ত পালিয়ে গিয়েছে, তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

একই রাতে দুই ডাকাতির ঘটনা

গত ৩১ মে শাহদারা থানা খবর আসে যে জনকপুরী এলাকা থেকে এক ব্যক্তির থেকে ফোন ও ১৮ হাজার নগদ টাকা ডাকাতি করে পালিয়েছে চার যুবক। তাঁরা দুটি বাইকে করে এসে বন্দুক দেখিয়ে ওই ব্যক্তিকে লুট করেছিল। এর কিছুক্ষণ পরেই গীতা কলোনী থানা এলাকায় আরেকটি ছিনতাইয়ের অভিযোগ আসে, যেখানে এক যুবকের থেকে ফোন ছিনতাই করে পালায় এই চার অভিযুক্ত।

গ্রেফতার অভিযুক্তরা

ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে যে, এরা কয়েকদিন আগে পিতমপুরা এলাকায় এক ব্যক্তির থেকে ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়েছি এবং গত ২৯ মে লাজপত নগর থেকে একটি বাইক নিয়ে পালিয়েছিল। ঘটনার তদন্তে নেমে সম্প্রতি তিন অভিযুক্ত গ্রেফতা্র হয়। তাঁদের কাজ থেকে ডাকাতি করা দুটি বাইক, মোবাইল বাজেয়াপ্ত করা্ হয়। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত শাকিরকে গ্রেফতার করা হয়েছে এছাড়া শাবির ও সৌরভ নামে দুই অভিযুক্তও গ্রেফতার হয়েছে। তবে শাকিরের সহকারী শেহজাদ এখনও পলাতক।