Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ রক্ষকই যখন ভক্ষক! এবার খোদ হেড কনস্টেবলেত বিরুদ্ধে চুরির অভিযোগ। জেল থেকে ৫১ লক্ষ টাকা এবং সোনার গয়না চুরির অভিযোগ উঠল এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। দিল্লির মালখানার বিশেষ জেলে এই ঘটনা ঘটে। ধৃত কনস্টেবলের নাম খুরশিদ। মাত্র কয়েকদিনের আগেই মালখানা জেলের স্থানান্তরিত হয়ে আসেন তিনি। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই চুরির ছিক কষে ফেলেন তিনি। গত শুক্রবার রাতে জেল থেকে টাকা ও গয়না নিয়ে পালান তিনি। সন্দেহ হয় জেলারের।

চুরির দায়ে গ্রেফতার দিল্লি পুলিশের হেড কনস্টেবল

তদন্তে নেমে দেখা যায় ৫১ লক্ষ টাকা এবং সোনার গয়না হাওয়া জেল থেকে। খতিয়ে দেখা হয় জেলের সিসিটিভি ফুটেজ। আর সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই খুরশিদকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, আগে এই মালখানা জেলেই কর্মরত ছিলেন তিনি মাঝে দিল্লি অন্য এক কারাগারে বদলি হয়ে যান। ফের মে মাসে মালখানায় ফেরানো হয় তাঁকে। আর পুরনো জায়গায় এসেই চুরির ছক কষে ফেলেন খুরশিদ। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 জেল থেকে ৫১ লক্ষ টাকা-সহ গয়না চুরি, গ্রেফতার খোদ হেড কনস্টেবল