Close
Advertisement
 
মঙ্গলবার, জানুয়ারী 21, 2025
সর্বশেষ গল্প
33 seconds ago

PM Narendra Modi On Budget 2021: 'এই বাজেটের হৃদয়ে আছে গ্রাম ও কৃষকরা'

ভারত Sarmita Bhattacharjee | Feb 02, 2021 12:49 PM IST
A+
A-

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) লোকসভায় কেন্দ্রীয় বাজেট অধিবেশন ২০২১ (Budget 2021) পেশ করেন। বাজেটে কৃষি ক্ষেত্রে পেট্রোলের সেস ২.৫ টাকা প্রতি লিটার এবং ডিজেলে সেস ৪ টাকা প্রতি লিটার করা হল। যদিও ভারতে পেট্রো পণ্যের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম বাড়া কমার ওপর কিন্তু পেট্রো পণ্য সংস্থাগুলি খুচরো বাজারে পেট্রো পণ্যের দাম বেশ কিছুদিন ধরে বাড়িয়েই চলেছে। যার ফলে আগামী দিনে পেট্রো পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কড়াইশুঁটির ওপর ৪০% সেস, আপেলে ৩৫% সেস, কাবুলি চানায় ৩০% সেস, বাংলার গমে ৫০% সেস, মসুরে ২০% সেস বসানো হয়েছে।

RELATED VIDEOS