Close
Advertisement
 
বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024
সর্বশেষ গল্প
17 minutes ago

Noapara To Dakshineswar Metro Rail: দ্বিতীয় মহড়া সফল, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর মেট্রো চালু সময়ের অপেক্ষা!

Videos Sarmita Bhattacharjee | Jan 08, 2021 02:30 PM IST
A+
A-

নোয়াপাড়া-দক্ষিণেশ্বর নতুন মেট্রো লাইনের ট্রায়াল রান হল আজ অর্থাৎ বুধবার। নোয়াপাড়ার পর এবার বরাহনগর এবং দক্ষিণেশ্বরও জুড়ল নতুন মেট্রো পরিষেবার মাধ্যমে। নতুন বছরের শুরুর দিকেই আশা করা হচ্ছে, যাত্রী সাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রো পরিষেবা। বুধবার সকাল ১০টা বেজে ৩০ মিনিটে যাত্রা শুরু করে মেট্রোটি। কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস)-র তত্ত্বাবধানে মেট্রোরেলের একাধিক আধিকারিকেরা এদিন হাজির ছিলেন মেট্রো স্টেশনে। ৭ জানুয়ারি সকাল ১১টা বেজে ১৯ মিনিটে নোয়াপাড়া থেকে একটি নন-এসি রেক দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা শুরু করে। বরাহনগর স্টেশন হয়ে দক্ষিণেশ্বর পৌঁছয় মেট্রোটি ১১টা বেজে ৫৬ মিনিটে। ফের দক্ষিণেশ্বর থেকে বেলা ১২টা বেজে ৩২ মিনিটে ট্রেনটি ছেড়ে নোয়াপাড়া পৌঁছয় ১২টা বেজে ৫৮ মিনিটে। পুরো মহড়ার ভিডিও পোস্ট করা হয়েছে মেট্রো রেলওয়ে, কলকাতা-র ফেসবুক পেজে। থার্ড রেলে বিদ্যুৎ সরবরাহ এবং সিগন্যালিং ব্যবস্থা-সহ নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য পরিষেবাগুলি এদিন আরও একবার খতিয়ে দেখা হয়। প্ল্যাটফর্মে ঢোকার সময়ে থাকা ডিসপ্লে বোর্ড এবং স্বয়ংক্রিয় গেট, লিফট এসকেলেটর- এই সমস্ত কিছুই খতিয়ে দেখা হয়েছে।

RELATED VIDEOS