সোমবার থেকে কিছুটা পরিবর্তন হচ্ছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) সময়সূচি। এবার থেকে ৪০টি মেট্রো ট্রিপ কম চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত ২৮৮টি মেট্রো চলত। সোমবার থেকে সেটি কমিয়ে ২৪৮টি তে হয়ে যাচ্ছে। যার ফলে মেট্রোর সময়ের ব্যবধান বাড়বে। এতদিন পর্যন্ত সাত মিনিটের ব্যবধানে মেট্রো চলত। কিন্তু নতুন সপ্তাহের শুরু থেকে সেটা বেড়ে যাবে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল থেকে রাত পর্যন্ত ৮, ১০, ১১ ও ১৪ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। মূলত, যে ক্ষতির সম্মুখীন হচ্ছিল মেট্রো, তার পরিমাণ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে মেট্রোর সংখ্যা কমানোয় নতুন সপ্তাহ থেকে হয়রানির শিকার হতে পারেন অসংখ্য যাত্রী।
পাশাপাশি আগামী ২৩ জানুয়ারি থেকে দমদম থেকে আর মেট্রো ছাড়বে না। তার বদলে দক্ষিণেশ্বর থেকেই ছাড়বে সমস্ত মেট্রো। সোমবার থেকে দিনের প্রথম পরিষেবা অবশ্য ভোর ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে। অন্যদিকে কবি সুভাষ থেকে ৬টা ৫০ মিনিটের ট্রেনটি দক্ষিণেশ্বর পৌঁছাবে। এরপর ৬টা ৫৫ মিনিটে দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে। অন্যদিকে দিনের শেষ মেট্রো সাড়ে ৯টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাবে। এবং ৯টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে মেট্রো। অন্যদিকে কবি সুভাষ থেকে ৯টা ৪০ মিনিটের শেষ মেট্রো যাবে দমদম পর্যন্ত।