Kolkata Metro (Photo Credits: X)

মাসখানেক আগে কলকাতা মেট্রোর (Kolkata Metro) নোয়াপাড়া-কবি সুভাষ রুটে মেট্রো সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। আর তারপরেই অফিস টাইমে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীদের একাংশ। এমনকী মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছিল। তারপরেই শনিবার মেট্রোর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় ১৩ জানুয়ারি থেকে বাড়ানো হবে মেট্রোর সংখ্যা। অফিস টাইমে সকাল ও বিকেল যাতায়াতের সময় মোট ১৪টি মেট্রো বাড়ানো হয়েছে। তবে শুরু ও শেষের সময় অপরিবর্তিতই থাকতে চলেছে। স্বাভাবিকভাবেই মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রীদের একাংশ।

মেট্রো কর্তৃপক্ষের নয়া সিদ্ধান্ত

নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত ৭টি অতিরিক্ত মেট্রো যাবে। আবার উল্টোদিকে কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত ৭টি মেট্রো যাবে। সকাল ৯টা থেকে ১১টা অবধি এবং বিকেলে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অতিরিক্ত মেট্রোগুলি পাওয়া যাবে। আর এই অতিরিক্ত মেট্রোগুলি পাওয়া যাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। রবিবার আগের সময়সূচি অনুযায়ী মেট্রো চলাচল করবে এই রুটে।

সময়সূচির পরিবর্তন

গত বছর শেষের দিকে মেট্রোর সময়সূচিতে পরিবর্তন এনেছিল কর্তৃপক্ষ। যার জেরে অফিস টাইমেও সাত মিনিট ব্যবধানে এতদিন পর্যন্ত মেট্রো পাওয়া যেত। যার ফলে স্টেশনে ও মেট্রোতে ভিড়ে ঠাসাঠাসি হত। সমস্যা পড়তেন বহু যাত্রী। মূলত, মেট্রো চালাতে যে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল কর্তৃপক্ষ, সেই ক্ষতিপূরণ করার জন্যই মেট্রোর সংখ্যা কমাতে বাধ্য হয়েছিল।