Kolkata Metro (Photo Credits: IANS)

কলকাতা, ৬ সেপ্টেম্বর: করোনার ধাক্কা কিছুটা সামলে জীবনে ফিরছে কলকাতা (Kolkata)। শহরের লাইফলাইন মেট্রোতে পরিষেবা স্বাভাবিক হওয়ার পথে। আজ, সোমবার থেকে বাড়ল কলকাতা মেট্রো (Kolkata Metro) চলাচলের সময়সীমা। রাত ৯টা-র বদলে শেষ মেট্রো এখন রাত সাড়ে ৯টায়। বাড়ানো হল ট্রেনের সংখ্যাও। উত্তর-দক্ষিণ মেট্রোয় রোজ ২৪০টি করে পরিষেবা পাচ্ছেন যাত্রীরা। আজ, সোমবার থেকে তা বেড়ে হল ২৪৬টি। সোমবার থেকে শুক্রবার সকালে ও সন্ধ্যায় প্রতি ৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এর মধ্যে ১৬৭টি ট্রেন চলাচল করবে কবি সুভাষ ও দক্ষিণশ্বরের মধ্যে।

শনিবার চলত ১৭৮টি স্পেশাল মেট্রো। তা ৬টি বাড়ানো হয়। এই ট্রেনে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীরা উঠতে পারবেন। রবিবার চলেছে ১১৬টি স্পেশাল ট্রেন। আরও পড়ুন: সিআইডি-র হাজিরা এড়ালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

তবে এখনই টোকেন টিকিট পদ্ধতি চালু হচ্ছে না। কেবলমাত্র স্মার্ট কার্ডেই মেট্রোয় চড়া যাবে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময় সারণির কোনও পরিবর্তন হচ্ছে না। তবে টোকেন নিয়ে মেট্রোয় যাতায়াত বন্ধই থাকছে।