একটি নতুন ধরনের করোনাভাইরাসের জীবাণু (New Mutated Coronavirus) শনাক্তকরণের খবর জানিয়েছে ইটালি। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ইংল্যান্ড থেকে ফিরেছেন। তাঁর শরীরেই করোনার এই পরিবর্তিত জীবাণুর সন্ধান মিলেছে। এদিকে ইংল্যান্ড জুড়ে নতুন করে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন তাঁদের পরীক্ষা করে জানা গিয়েছে ভাইরাসটির মিউটেসন সম্পন্ন হয়েছে। এখন সেটি আরও বেশি সংক্রামক হয়ে উঠেছে। দ্রুত গতিতে ছড়াচ্ছেও। পরিস্থিতি বিবেচনা করে শনিবার বিকেলেই রাজধানী লন্ডন-সহ দেশের বড় অংশে ফের লকডাউন জারি করেছে ইংল্যান্ডের সরকার।