Close
Advertisement
 
রবিবার, ডিসেম্বর 22, 2024
সর্বশেষ গল্প
27 minutes ago

Mamata Banerjee on Union Budget 2021: 'ভেকধারী সরকারের ফেকধারী বাজেট', কেন্দ্রকে কটাক্ষ মমতা ব্যানার্জির

Videos Sarmita Bhattacharjee | Feb 02, 2021 12:03 PM IST
A+
A-

শিলিগুড়ি (Shiliguri) থেকে ভার্চুয়াল সেতুর উদ্বোধনে গিয়ে কেন্দ্রীয় বাজেট অধিবেশন নিয়ে নিজের মতামত জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। এদিন কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বাজেটের তীব্র নিন্দা করে বলেন, 'ভেকধারী সরকারের ফেকধারী বাজেট।' শুধু তাই নয় একে 'হুক্কাহুয়া' বাজেট বলেও নিন্দা করেন তিনি। সরকারি সংস্থা বেসরকারিকরণ, এলআইসির শেয়ার বিক্রি নিয়েও এদিন ক্ষোভপ্রকাশ করেন। কেন্দ্রীয় বাজেটে রাজ্যের বরাতে জোটে রাস্তা তৈরিতে বরাদ্দ করা হচ্ছে ২৫ হাজার কোটি টাকা। ৬৭৫ কিমি রাস্তা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। সংস্কার করা হবে কলকাতা-শিলিগুড়ি রাস্তাও। পাশাপাশি, খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ফ্রেট করিডর নির্মাণ করা হবে। গোমড় থেকে ডানকুনি পর্যন্ত ২৭৪ কিমি রেলের ট্র্যাক তৈরি করা হবে। আজ নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) পেশ করা বাজেটে (Budget 2021) বাংলার জন্য একটা যে অংশ বরাদ্দ করা হয়েছে তাকে ভোটমুখী বাজেট বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

RELATED VIDEOS