Close
Advertisement
 
বৃহস্পতিবার, নভেম্বর 28, 2024
সর্বশেষ গল্প
2 minutes ago

Mamata Banerjee On Maidul Islam Middya Death: 'মৃত্যুর ঘটনা দু:খজনক', ময়নাতদন্তের রিপোর্টে তৈরি জটিলতা

Videos Sarmita Bhattacharjee | Feb 16, 2021 04:25 PM IST
A+
A-

গত ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্দ্যা। আজ সকালে মারা যান তিনি। দেহ ময়নাতদন্ত পর পুলিশ আজ জানায়, পা ছাড়া কোনও বাহ্যিক আঘাত ছিল না মইদুলের। এদিকে বাম পরিষদীয় নেতাদের দাবি পুলিশের মারের আঘাতে আহত হয়েই মারা যান তিনি। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মইদুল ইসলাম মিদ্দ্যার (Moidul Islam Middya Death) প্রসঙ্গে দু:খপ্রকাশ করেন। শুধু দু:খপ্রকাশ করাই নয়। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য কিংবা চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, "যেকোনও মৃত্যুই ভীষণ দু:খজনক। কীভাবে মইদুলের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সেটি স্পষ্ট হবে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।" মইদুলের মৃত্যুর খবর পেতেই সুজন চক্রবর্তীকে এদিন সকালে ফোন করেন মমতা ব্যানার্জি। রাজ্য সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস কিংবা চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

RELATED VIDEOS