কাবেরী জল বণ্টন ইস্যু নিয়ে ফের কর্ণাটক এবং তামিলনাড়ুর বিবাদ তুঙ্গে উঠতে শুরু করেছে। কাবেরী জল বণ্টন ইস্যুতে দাক্ষিণাত্যের দুই রাজ্যে যখন বিবাদ তুঙ্গে, সেই সময় বেঙ্গালুরু বিমানবন্দরে বাতিল হল পরপর ৪৪টি বিমান।