প্রতীকী ছবি (Photo Credits: File Image)

স্বামী গিয়েছিলেন নাইট ডিউটিতে। কিন্তু আচমকাই গভীর রাতে বাড়ি ফিরে দেখে তাঁর স্ত্রী অন্য যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কে ব্যস্ত। আর তাতেই রাগে, অভিমানে স্ত্রীর মুণ্ডুচ্ছেদ করে সেই মাথা থানায় নিয়ে গিয়ে আত্মসমর্পণ করলেন অভিযুক্ত। গত শুক্রবার রাতে হাড়হিম করা কাণ্ড ঘটেছে কর্ণাটকের (Karnataka Shocker) বেঙ্গালুরু গ্রামীণ এলাকার আনেকালের হিলালিগে গ্রামে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককেো গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে তাঁর স্ত্রীর মৃতদেহ ও মাথা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

প্রতিবেশী যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্ক

পুলিশসূত্রের খবর, ধৃত শঙ্কর (২৮) শুক্রবার মধ্যরাতে বাড়ি ফেরেন। তখন সে দেখেন তাঁর স্ত্রী মানসা (২৬) প্রতিবেশী এক যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত। এই দেখেন রাগের মাথায় দুজনকে বাড়ি থেকে বের করে দেন। বাড়ি থেকে বেরোতেই প্রতিবেশী যুবক চম্পট দেয়। তখন তাঁর স্ত্রী ঘরে ঢোকার জন্য কান্নাকাটি করেন এবং নিজের ভুলও স্বীকার করেন।

গ্রেফতার অভিযুক্ত

এই অবস্থায় শঙ্কর মানসাকে ঘরে ঢুকতে দেয়। তারপর দুজনের মধ্যে চরম অশান্তি হয়। আর এই ঝামেলার মাঝেই আচমকা ধারালো অস্ত্র দিয়ে মানসার গলা কেটে দেয় তাঁর স্বামী। শনিবার ভোরের দিকে স্ত্রীয়ের কাটা মুণ্ডু নিয়ে সূর্য নগর থানায় চলে যায় শঙ্কর। সাতসকালে এমন দৃশ্য দেখে আঁতকে ওঠেন প্রতিবেশীরাও। ঘটনার তদন্ত নেমে শঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে তাঁরা এটাও জানতে পেরেছে যে মানসার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল ওই যুবকের। এখন ওই প্রতিবেশী যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।