Close
Advertisement
 
শনিবার, ডিসেম্বর 21, 2024
সর্বশেষ গল্প
28 minutes ago

ISRO Launches Amazonia-1: মোদির ছবি এবং গীতা নিয়ে মহাকাশে ইসরোর রকেট, দেখুন ভিডিও

টেকনোলজি Sarmita Bhattacharjee | Mar 01, 2021 04:07 PM IST
A+
A-

ইসরোর রকেট পিএসএলভি-সি৫১ মহাকাশে পৌঁছে দিল ব্রাজিলের অ্যামাজোনিয়া-১ স্যাটেলাইটকে, একইসঙ্গে পৌঁছল আরও ১৮টি স্যাটেলাইট। ২০২১ সালে ইসরোর প্রথম মহাকাশ অভিযান ছিল এটি, ১৯টি উপগ্রহণ নিয়ে অন্তরীক্ষে পারি দিল ইসরোর এই বিশেষ রকেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি এবং গীতার একটি ডিজিটাল কার্ড ভার্সান মহাকাশে পাঠানো হয়েছে ইসরোর তরফে। ব্রাজিলের তৈরি প্রথম উপগ্রহটি সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে ইসরোর রকেট, জানাচ্ছেন সংস্থার প্রধান কে শিবন। ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোরে সতীশ ধাওয়ান স্পেশ রিসার্চ সেন্টার থেকে উৎক্ষেপন হয় ইসরো)-র রকেট পিএসএলভি-সি৫১ মহাকাশে পৌঁছে দিল ব্রাজিলের অ্যামাজোনিয়া-১ স্যাটেলাইটকে। ব্রাজিলের তৈরি ৬৩৭ কেজি ওজনের অ্যামাজোনিয়া-১ উপগ্রহটি পাঠানো হয়েছে।

RELATED VIDEOS