
পাটনা, ৩০ মেঃ প্রাণ যায় যাক কিন্তু প্রতিশ্রুতি নয়। শুক্রবার ভোটমুখী বিহারের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভাষণে শোনা গেল সেই স্তুতি। বললেন, প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রাখেছেন তিনি। নিজের দেওয়া কথা রেখে তবেই বিহারের মাটিতে আবার পা রেখেছেন।
বছর শেষেই বিহারে বিধানসভা ভোট। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে সভা সেরেই বিহারের (Bihar) উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি নিয়ে নীতিশের (Nitish Kumar) রাজ্যে পা রেখেছেন নমো। কারাকাটের জনসভার মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে শোনা গেল পাক সন্ত্রাস দমন অভিযানের কথা। বললেন, "প্রভু রামের নীতি 'প্রাণ যায় যাক কিন্তু প্রতিশ্রুতি নয়' এখন নতুন ভারতের নীতি হয়ে উঠেছে। পহেলগামে জঙ্গি হামলার পর বিহারে এসেছিলাম আমি। কত নিরীহ মানুষ মারা গিয়েছেন সেই সন্ত্রাস হামলায়। আমি জনসভায় দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রতিশ্রুতি দিয়েছিলাম সন্ত্রাসীদের আস্তানাগুলো ধ্বংস করে দেওয়া হবে। কল্পনাতীত শাস্তি দেওয়া হবে তাঁদের। আজ আমি নিজের দেওয়া সেই কথা রেখে তবেই বিহারে এসেছি'।
মোদীর প্রতিশ্রুতি পূরণঃ
#WATCH | Karakat, Bihar | Prime Minister Narendra Modi says, "The people of Sasaram know the customs of Lord Ram. 'Praan jaaye par vachan na jaaye'... After the dreadful terrorist attack in Pahalgam, I had promised the country on the land of Bihar that the hideouts of the masters… pic.twitter.com/2XjzUwbOPw
— ANI (@ANI) May 30, 2025
আসন্ন বিধানসভা ভোট ঘিরে বিহারের রাজ্য রাজনীতি একেবারে সরগরম। জানুয়ারি থেকে এই নিয়ে মোট তিনবার এই রাজ্য সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছর শুরুতেই ফেব্রুয়ারিতে এসেছিলেন। এরপর জম্মু কাশ্মীরের পহেলগামে পাক সন্ত্রাসী (Pahalgam Terrorist Attack) হামলার পর পরই বিহারের মধুবনীতে সভা করেছিলেন। আর সেই সভা থেকেই জঙ্গি হামলার প্রত্যাঘাতের ইঙ্গিত দিয়েছিলেন মোদী।