বেঙ্গালুরু। জীবনযাপন অর্থাৎ বসবাসের জন্য এখন দেশের সেরা ঠিকানা এই শহর। এক মিলিয়নের বেশি লোকসংখ্যার এমন ৪৯ টি শহরের মধ্যে গত বছরের সেরা শহর পুণেকে টপকে এবছর তালিকায় সেরা বেঙ্গালুরু । গত বছর শীর্ষস্থানে থাকা পুনে শহর এই তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে। কমবেশি ৬২ শহরের লোকসংখ্যা ১ কোটির থেকেও কম। সবচেয়ে ছোট শহর হিসেবে বসবাসের যোগ্যের নিরিখে শীর্ষে রয়েছে সিমলা, আর তারপরের স্থানেই রয়েছে ভূবনেশ্বর। মার্কারস কোয়ালিটি অফ লিভিং-এর সাম্প্রতিকতম সমীক্ষা অনুযায়ী, ১১১টি শহরের উপর এই সমীক্ষার আওতায় আনা হয়েছে। আর ১১১টি শহরকে দু'টি ভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে মিলিয়নের নীচে এবং মিলিয়নের উপরে জনসংখ্যার ভিত্তিতে ৩ ভাগে ভাগ করা যাবে।