Close
Advertisement
 
মঙ্গলবার, মার্চ 04, 2025
সর্বশেষ গল্প
7 minutes ago

Humayun Kabir Joins TMC: মমতা ব্যানার্জির কালনার জনসভায় তৃণমূলে যোগ হুমায়ুন কবীরের

Videos Sarmita Bhattacharjee | Feb 10, 2021 12:56 PM IST
A+
A-

কালনার জনসভায় তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন হুমায়ুন কবীর, মঞ্চে হাজির ছিলেন এদিন তাঁর স্ত্রীও। এই মঞ্চ থেকেই দলবদলে বিজেপিতে যাওয়া নেতাদের বিরুদ্ধে ফের তোপ দাগলেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, “তৃণমূলের কেউ অন্যায় করলে আমি আছি। অন্যায় আমার কানে আসলে বরদাস্ত করি না। সেই জন্য কয়েকজন আগে থেকেই পালিয়েছে। জানত আমি আর টিকিট দেব না। যে শুধু নিজের পরিবারের জন্য কাজ করে তাঁকে কেন টিকিট দেব? কয়েকটা দুষ্টু গরু দল ছেড়ে গেছে, ভাল হয়েছে, পাপ বিদায় নিয়েছে। যারা মায়ের দুঃসময়ে পাশে থাকে না তাঁরা কুসন্তান। বিজেপি তাঁদের নিয়েছে, পরে বুঝতে পারবে।” এই প্রসঙ্গে আরও একটি বড় খবর হল জেপি নাড্ডা ইতিমধ্যেই অন্ডাল বিমানবন্দরে নেমে গিয়েছেন। তাঁর বীরভূমে আসার পথে কোনও বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

RELATED VIDEOS