Close
Advertisement
 
শনিবার, নভেম্বর 16, 2024
সর্বশেষ গল্প
9 minutes ago

Farmers' Tractor Rally On January 26: প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলের জন্য তৈরি হচ্ছে রাজধানী

ভারত Sarmita Bhattacharjee | Jan 25, 2021 05:10 PM IST
A+
A-

আন্দোলনরত কৃষকদের কাছে দিল্লি পুলিশের নতিস্বীকার। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের (Republic Day) দিন কৃষকদের শর্তসাপেক্ষে ট্রাক্টর মিছিল (Tractor Rally) করার অনুমতি দেওয়া হয়েছে। মিছিলের জন্য একাধিক শর্ত চাপিয়েছে কেন্দ্র। পাশাপাশি কোন রুট দিয়ে এই মিছিল আসবে তাও নির্ধারণ করে দেয় দিল্লি পুলিশ। প্রজাতন্ত্র দিবসের সকালে কেন্দ্র সরকারের প্যারেড অনুষ্ঠানের পরই মিছিল করা যাবে বলে জানানো হয়। তবে দিল্লিতে ঢোকার আগে ১০০ কিমি আগে এই মিছিল আটকে দেওয়া হবে। এদিন ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে খুলে দেওয়া হবে সীমান্তগুলি। গত ৫০ দিনের ওপর যে সীমান্তগুলি আটকে রাখা হয়েছে সেগুলি খুলে দেওয়া হবে। এজন্য দিল্লি পুলিশের তরফে রুটও তৈরি করা হয়েছে। সিংঘু সীমান্ত থেকে সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট রোড, কানঝাওয়ালা, বাওয়ানা থেকে অউছাদি। টিকরি সীমান্ত থেকে নাঙ্গলই, নাজাফগর, ঝাড়োদা, ধনসা, বদলি এবং গাজীপুর থেকে অপ্সরা বর্ডার এবং হাপুর রোড, এই পথে মিছিল আসতে পারবে।

RELATED VIDEOS