Close
Advertisement
 
শুক্রবার, নভেম্বর 15, 2024
সর্বশেষ গল্প
1 hour ago

DIFY Member Dies | Nabanna Avijan: নবান্ন অভিযানে আহত DYFI কর্মীর মৃত্যু

Videos Sarmita Bhattacharjee | Feb 15, 2021 04:29 PM IST
A+
A-

১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাম কংগ্রেসের নবান্ন অভিযানে অংশ নেওয়া DYFI কর্মীর মৃত্যু হল। মৃতের নাম মইদুল ইসলাম মিদ্দা। তিনি বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা। পেশায় অটোচালক মইদুলের দুই কন্যাসন্তান রয়েছে। বামেদের অভিযোগ, নবান্ন অভিযানের দিন ডোরিনা ক্রিসংয়ে পুলিশের লাঠিচার্জে মারাত্মক জখমহন ওই DYFI কর্মী। তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। লাঠির আঘেতে পেশী ফেটে যাওয়াতেই বিপত্তি। সমস্ত প্রোটিন এসে কিডনি ব্লক করে দেয়। ১৩ তারিখে কিডনি ফেলিওর হয়। এরপর ফুসফুসে জল জমতে শুরু করে। ১৪ তারিখ রাতে অবস্থার কিচুটা উন্নতি হলেও সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন মইদুল। ডোরিনা ক্রসিংয়ে পুলিশে লাঠির ঘায়ে আহত হওয়ার পর মইদুল ইসলাম মিদ্দাকে যখন হাসপাতালে আনা হচ্ছিল তখন তাঁর প্রস্রাবের সঙ্গে রক্তপাতও হয়। এই প্রসঙ্গে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, “পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হয়েছিলেন মইদুল। রবিবার রাতে মইদুলের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সকালে মারা যান তিনি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ করারও চিন্তাভাবনা করা হচ্ছে।”

RELATED VIDEOS