Close
Advertisement
 
বুধবার, জানুয়ারী 22, 2025
সর্বশেষ গল্প
8 minutes ago

COVID-19 Vaccine Dry Run In West Bengal: রাজ্যজুড়ে চলছে করোনা ভ্যাক্সিনের ড্রাই রান

ভারত Sarmita Bhattacharjee | Jan 08, 2021 04:32 PM IST
A+
A-

আজ দেশজুড়ে চলছে করোনা ভ্যাক্সিনের ড্রাই রান (COVID19 Vaccine Dry Run)। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ৭০০ টি জেলায় চলছে ড্ৰাই রান। রাজ্যেও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চলছে ভ্যাকসিনের মহড়া। এইদিন এনআরএস হাসাপাতালের কমিউনিটি মেডিসিনে চলছে ভ্যাকসিনের ড্রাই রান। সিউড়ি ১ নং ব্লকের স্বাস্থ্য কেন্দ্রে চলছে ড্রাই রান। মোবাইলের মেসেজ যাচাই করেই চলছে ভ্যাকসিনের মহড়া। উত্তর ২৪ পরগনার ৩ জায়গায় চলছে ভ্যাকসিনের মহড়া। বারাসাতের জেলা সদর হাসপাতাল, ব্যারাকপুরের ১ নং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও উত্তর বারাসাতে চলছে মহড়ার কাজ। কোচবিহার জেলার ৪ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয়েছে মহড়ার কাজ। উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, বহরমপুর পুরসভা, মালদা মেডিক্যাল কলেজহুগলির চুঁচুড়া সদর হাসপাতাল, পোলবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও অন্যান্য জায়গায় চলছে ড্ৰাই রান। শহর থেকে জেলায় মহড়াতেও ২টো করে টিকা দেওয়া হবে নির্দিষ্ট দিনের ব্যবধানে।

RELATED VIDEOS