
নয়া দিল্লি, ৯ জুনঃ দেশজুড়ে নিত্য বাড়ছে কোভিড আক্রন্তের সংখ্যা। ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা সাড়ে ৬ হাজার ছুঁইছুঁই। করোনা ভাইরাসের নতুন করে বাড়বাড়ন্তের পিছনে রয়েছে NB.1.8.1 এবং LF.7 ভ্যারিয়েন্ট। INSACOG জানাচ্ছে, আক্রান্ত রোগীদের শরীরে কোভিডের আরও একটি নতুন ভ্যারিয়েন্টের হদিস মিলেছে। যার নাম XFG। ১৫০ জনেরও বেশি করোনা আক্রান্তের শরীরে এক্সএফজি নামক এই নয়া ভ্যারিয়েন্টটি পাওয়া গিয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দ্বারা প্রতিষ্ঠিত INSACOG ফোরাম সদ্য সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে ১৬৩ জন রোগী কোভিডের XFG ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত হয়েছে। যার মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত সবচেয়ে বেশি, ৮৯ জন। তামিলনাড়ু (১৬), কেরালা (১৫) এবং গুজরাট (১১) এও XFG ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা মিলেছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গেও নয়া ভ্যারিয়েন্টটি কামড় বসিয়েছে।
XFG ভ্যারিয়েন্ট কী?
INSACOG জানাচ্ছে, XFG ভ্যারিয়েন্টটি করোনা ভাইরাসের ওমিক্রন সাবভেরিয়েন্টের বংশধর। এই ভ্যারিয়েন্টটি সর্বপ্রথম কানাডায় সনাক্ত করা গিয়েছিল। এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়েছে। ভারতেও হাতছানি দিয়েছে। LF.7 এবং LP.8.1.2 থেকে উদ্ভূত হয়েছে XFG ভ্যারিয়েন্টটি। তবে ভয়ের বিষয় হল মানুষের শরীরের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই ভ্যারিয়েন্টের মধ্যে। ফলে এই নয়া ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।