Covid Case (Photo Credit: X@bsindia)

কলকাতা, ৭ জুনঃ দেশজুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে করোনার সংক্রমণ। নিত্য বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে সক্রিয় কোভিড রোগীর (Covid 19 Active Cases) সংখ্যা ৬,০০০ ছুঁইছুঁই। সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে কেরল (Kerala)। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ, গত চব্বিশ ঘণ্টায় ভারতে ৩৯১ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। ফলে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৫,৭৫৫। নতুন করে কোভিডের বাড়বাড়ন্তে গত কয়েক সপ্তাহে ৫৯ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণের দিক থেকে শীর্ষে দক্ষিণের রাজ্য কেরল। সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা ১,৮০৬। দ্বিতীয় স্থানে গুজরাট। আক্রান্ত ৭১৭ জন। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী দিল্লি, আক্রান্ত ৬৬৫ জন। করোনা সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ (West Bengal)। রোগীর সংখ্যা দিল্লির চেয়ে সামান্য কম, ৬২২ জন। ক্রমেই উদ্বেগজনক হচ্ছে রাজ্যের পরিস্থিতি। রাজ্যবাসীর মধ্যে করোনা ভয় নতুন করে চাগাড় দিচ্ছে। তবে ইএসআই মানিকতলার প্রাক্তন নোডাল অফিসার ডঃ সায়ান মিশ্র বললেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ৬২২ জন সক্রিয় কোভিড রোগী রয়েছে। গত ২৪ ঘন্টায় ২৬ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। একই ভাবে ৮৮ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ

তিনি জানাচ্ছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রাজ্যে এখনও পর্যন্ত কোনও কোভিড-সংক্রান্ত মৃত্যু হয়নি। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ এটি ওমিক্রনের একটি পরিবর্তিত রূপ। যা বেশি সংক্রমণযোগ্য হলেও গুরুতর অসুস্থতা বা রোগীকে মৃত্যুর দিকে পরিচালিত করে না।

'এটি ওমিক্রনের একটি পরিবর্তিত রূপ'

চিকিৎসক এও উল্লেখ করেছেন, সংক্রমিত হলেও ভয়ের কিছু নেই। আক্রান্ত ব্যক্তির মাস্ক পরা, সাত দিনের জন্যে আইসোলেশনে থাকা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং অন্যদের সঙ্গে কথা বলার সময় ছয় ফুট দূরত্ব বজায় রাখার মতো কিছু সতর্কতা বজায় রাখলেই যথেষ্ট।