
নয়াদিল্লি, ৬ জুনঃ ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনার (Corona Virus) সংক্রমণ। দেশ জুড়ে নিত্য বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ৪৯৮ জন। সব মিলিয়ে ভারতে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩৬৮। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় চার জন করোনা রোগীর মৃত্যু হয়েছে ভারতে। মৃতদের মধ্যে একজন কেরলের, দুইজন কর্ণাটকের ও একজন পঞ্জাবের বাসিন্দা। মৃতদের চারজনেরই বয়স ষাটোর্ধ ছিল। এই সংক্রমণ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কারণ সময়ের সঙ্গে সঙ্গে কোভিড ১৯ বিকশিত হয়েছে। কোভিডের সাব-ভেরিয়েন্টে আক্রান্ত হচ্ছেন মানুষজন। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশ্বস্ত করছেন, কোভিড নিয়ে উদ্বেগের কোন কারণ নেই।
ভারতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার পার
বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডঃ চন্দ্রকান্ত লাহারিয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, প্রতিটা বছর পার হওয়ার সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণের প্রভাব মৃদু হচ্ছে। ধীরে ধীরে এটি শ্বাসযন্ত্রের একটি অসুখে পরিণত হয়েছে। যা অন্যান্য জ্বরের সংক্রমণের চেয়ে বরং কম ক্ষতিকর।
হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ের ত্রিবেদী স্কুল অফ বায়োসায়েন্সেসের বায়োসায়েন্সেস এবং স্বাস্থ্য গবেষণার ডিন অনুরাগ আগরওয়াল কোভিডের সাব-ভেরিয়েন্টের প্রসঙ্গে বলেন, কোভিডের সাব-ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা বেশি কিন্তু এই তীব্রতা কম। কোমর্বিডিটি রয়েছে এমন রোগীদের ক্ষেত্রেই কেবল গুরুতরভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড ভ্যাকসিন যারা নিয়েছেন তাঁদের সংক্রমিত সম্ভাবনা অনেক কম।