Close
Advertisement
 
শনিবার, ডিসেম্বর 21, 2024
সর্বশেষ গল্প
16 minutes ago

Budget 2021 | Income Tax Slabs: ৭৫ বছরের বেশি প্রবীণদের আয়করে সম্পূর্ণ ছাড়! দেখুন বিশদ তথ্য

ভারত Sarmita Bhattacharjee | Feb 01, 2021 07:37 PM IST
A+
A-

করোনা অতিমারীর মধ্যেই এক অভূতপূর্ব পরিস্থিতিতে আত্মনির্ভরতার লক্ষ্যে তৈরি হয়েছে বাজেট। ব্যক্তিগত আয়কর কাঠামোয় পরিবর্তন করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে করছাড়। ৭৫ বছরের বেশি যাদের বয়স এবং আয়ের উৎস্য শুধুমাত্র পেনশন কিংবা আমানতের উপর সুদ থেকে হয়; তাদের আয়কর রিটার্ন করতে হবে না। প্রবীণ নাগরিকদের কমপ্লায়েন্স বার্ডেন তথা রিটার্ন ফাইল করা সংক্রান্ত সমস্যা মেটানোর লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানান সীতারমণ। তবে এর মানে যে কর দিতে হবে না এমনটা নয়, যে ব্যাঙ্ক থেকে তারা সুদ পান সেই ব্যাঙ্ক থেকে প্রদত্ত কর কেটে নেওয়া হবে। ৭৫ বছরের বেশি প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যাদের পেনশন এবং আমানতের উপর সুদ ছাড়া অন্য আয় হয় তাদের রিটার্ন ফাইল করতে হবে।

RELATED VIDEOS