Union Budget 2025-26: শনির সকাল থেকে দেশজুড়ে টানটান উত্তেজনা। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। একটানা অষ্টমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন নির্মলা।
আয়কর ছাড়ের প্রত্যাশাও রয়েছে বেতনভোগী কর্মীদের। চড়া মূল্যবৃদ্ধির বাজারে বেড়ে চলা খরচের সঙ্গে পাল্লা দিতে পারছে না বহু মানুষের আয়। ফলে কেনাকাটায় হ্রাস টেনেছেন তাঁরা। চাহিদায় দেখা দিয়েছে খরা। এই পরিস্থিতিতে ভারতের শেয়ার বাজার ছাড়ছে বিদেশি লগ্নিকারীরা। পড়ছে সূচকের মান। হু হু করে ডলার বেরিয়ে যাওয়ায় পতনে নজির গড়েছে টাকার দাম। আমদানি খরচ বাড়ায় প্রতি সপ্তাহেই কমছে বিদেশি মুদ্রার ভান্ডার। বিশেষজ্ঞদের মতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এ বার অন্তত খানিক ঝুঁকি নিয়ে বাজেট সাজাতে হবে মোদী সরকারকে।
সকাল সকাল অর্থ মন্ত্রণালয়ে এসে পৌঁছলেন নির্মলাঃ
#WATCH | Delhi: Union Finance Minister Nirmala Sitharaman arrives at the Ministry of Finance. She will present #UnionBudget2025 at the Parliament today. pic.twitter.com/T59lxfo5YT
— ANI (@ANI) February 1, 2025
শুক্রবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। প্রথম দিনে বক্তব্য পেশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ, শনিবার সকাল ১১টায় ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।