Online Fraud (Photo Credits: X)

সাইবার আক্রমণের সবচেয়ে পুরনো মাধ্যমগুলোর মধ্যে একটি হলো ফিশিং (Phishing Scam)। এক্ষেত্রে প্রতারকেরা অন্য কারো বেশ ধরে আপনাকে নিজের গোপন তথ্য শেয়ার করতে উৎসাহিত অথবা বাধ্য করে। প্রযুক্তি, ইন্টারনেট, সামাজিক মাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে এইসব প্রতারণার ধরনেও এসেছে পরিবর্তন। প্রতারকেরা আরও বিশ্বাসযোগ্য উপায়ে প্রতারণা করছে। যার ফলে ফিশিং-এর ঝুঁকি ক্রমাগত বেড়েই চলছে।

ই-মেইল, টেক্সট মেসেজ, সোশ্যাল মিডিয়া, জাল ওয়েবসাইটের মাধ্যমে ফিশিং-এর জাল ছড়ায় প্রতারকেরা। পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড নম্বর আদায় করার জন্যে প্রতারকরা সাধারণত স্বনামধন্য কোন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করে। এরপর ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাসিল করতে নানা ছলাকলা অবলম্বন করে। ফিশিং -এর ক্ষেত্রে বেশিরভাগ সময় আবেগকে কাজে লাগিয়ে মানুষদের বিভ্রান্ত করার চেষ্টায় থাকে প্রতারকেরা। ফিশিং-এর একটি অন্যতম ধরণ হল হোয়েলিং অ্যাটাক (Whaling Attack)।

Whaling Attack কী?

এখানে প্রতারকেরা এমন একটি জাল ইমেল পাঠায় যা দেখে গ্রাহকের মনে হবে ইমেলটি কোনও বিশ্বস্ত উৎস থেকে এসেছে। যেমন তাঁর অফিসের কোন সহকর্মী কিংবা তাঁর ব্যবসায়িক অংশীদার বা অন্য কেউ। সবচেয়ে বড় কথা ওই জাল ইমেলটিকে বাস্তবের চেহারা দেওয়ার জন্যে তার ভিতরে গ্রাহকের প্রয়োজনীয় কিছু তথ্য দেওয়া থাকবে। যেমন ধরা যাক, নির্দিষ্ট ব্যক্তির বেতন সংক্রান্ত তথ্য, তাঁর ট্যাক্স সংক্রান্ত কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে কোন তথ্য। যাতে ইমেলটি গ্রাহক কোনভাবেই এড়াতে না পারে। এবং ইমেল ঘিরে গ্রাহকের মনে কোনরকম সন্দেহের অবকাশ না থাকে। বিশ্বাস অর্জনের পরেই শুরু প্রতারকদের আসল খেলা। ইমেলের ভিতরে দেওয়া থাকবে একটি লিঙ্ক এবং ওই লিঙ্কে ক্লিক করার জন্যে উল্লেখ থাকবে ইমেলে। একবার ওই লিঙ্কে ক্লিক করলেই সর্বনাশ। সাইবার তিমির আক্রমণের শিকার হবেন আপনি। যা তথ্য চুরি বা ক্ষতিকারক সফ্টওয়্যার ইনস্টল করার জন্য ডিজাইন করা একটি জাল ওয়েবসাইটের দিকে নিয়ে যাবে গ্রাহককে।

কীভাবে বুঝবেন আপনি Whaling Attack-এর শিকার হয়েছেন?

সাধারণ ফিশিংয়ের তুলনায় Whaling Attack চেনা বেশ মুশকিল। কারণ প্রতারকেরা এই ক্ষেত্রে অনেক বেশি সচেতন হয়ে এবং নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে গবেষণা করে তবেই জাল বিছায়। তবে এই ধরণের জাল ইমেল চেনার জন্যে লক্ষ্য দিতে হবে প্রেরকের ইমেল অ্যাড্রেসে। যেমন ডোমেইন নামে 'm' পরিবর্তন করা হয়ে থাকে 'rn' দিয়ে। সুতরাং একমাত্র সচেতনতাই আপনাকে বাঁচাতে পারে যে কোন ধরনেই প্রতারণা থেকে।