Chinese Manja: আর ক'দিন পরেই মকর সংক্রান্তি (Makar Sankranti 2025)-তে মাতবে দক্ষিণ ভারত। ভারতের বেশ কিছু জায়গার মত হায়দরাবাদ সহ তেলাঙ্গানায় মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর রীতি আছে। শুধু ওড়ানোই নয়, হায়দরাবাদে মকর সংক্রান্তিতে রীতিমত ঘুড়ির উৎসব চলে। হাইটেক সিটি হায়দরাবাদকে আগামী কটা দিন 'কাইট সিটি'বলাই যায়। ঘুড়ি ওড়ানোর আসল মজা ঘুড়ি কাটাকাটি খেলায়। সেই খেলায় জিততে চাহিদা বাড়ে ধারেকাটা ভাল মাঞ্জার। যত ভাল মাঞ্জা ততই 'ভো কাট্টা'বলার সুযোগ। সেই সুযোগটা নিতে হায়দরাবাদ জুড়ে চাইনিজ মাঞ্জা-র চাহিদা দারুণ।

বিপজ্জনক চাইনিজ মাঞ্জা

কিন্তু চাইনিজ মাঞ্জা বেশ বিপজ্জনক। এই মাঞ্জার ধার এতটাই তাতে পশুপাখিদের মত মানুষদেরও মৃত্য়ু হয়। চাইনিজ মাঞ্জার কারণে দেশ দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে। চাইনিজ মাঞ্জায় গলা কেটে গত কয়েক বছর বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর মকর সংক্রান্তিতে চারমিনারের শহরে ঘুড়ির উতসবে যাতে চাইনিজ মাঞ্জার অভিশাপ না লাগে তা নিয়ে নড়েচড়ে বসল রেভান্ত রেড্ডি-র প্রশাসন।

চাইনিজ মাঞ্জার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান

হায়দরাবাদে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা বিরোধী বিশেষ অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হল। চাইনিজ মাঞ্জা বিক্রি করার অভিযোগে মোট ১৪টি মামলা দায়ের করা হল। ৯৮৭ রিবন মঞ্জা বাজেয়াপ্ত করাও হয়েছে।

চাইনিজ মাঞ্জা ব্যবহার না করার নির্দেশ

এখানেই শেষ নয়, হায়দারাবাদের বেশ কিছু জায়গায় চাইনিজ মাঞ্জা বিক্রি, ব্যবহার না করার অনুরোধ করে প্রচার চালাচ্ছে প্রশাসন। চাইনিজ মাঞ্জা নিয়ে নজরদারিতে পুলিশের বিশেষ দল কোথাও প্রকাশ্য, কোথাও গোপনে কাজ করছে।