গঙ্গাসাগর মেলা (Gangsagar Mela 2025)-র সফল ও সুষ্ঠভাবে আয়োজনের জন্য মরিয়া রাজ্য সরকার। এবার গঙ্গাসাগর মেলাকে চমকপ্রদ রূপ দিতে মাঠে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। গঙ্গাসাগরের আগে সাগরে কার্যত কল্পতরুর ভূমিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা। সাগরে মোট ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ৩০টির ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। ১৯টি প্রকল্পের জন্য খরচ হয়েছে ১৫৩ কোটি টাকা। আর ৩০টি উদ্বোধন হওয়া ভিত্তিপ্রস্থের পিছনে খরচ ৬১ কোটি টাকা। এই প্রকল্পগুলির কারণে দক্ষিণ ২৪ পরগণা জেলার ১৯ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে দাবি করেছেন মমতা।
মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ক্যানিং বাস টার্মিনাসের আধুনিকরণ, মণি, সুন্দরিকা-দ্বারিকা এবং পিয়ালী নদীর ওপর তিনটি সেতু। পাশাপাশি সাগর ব্লকে ১৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পাথরপ্রতিমা, গোসাবা ও নামখানা ব্লকে ১২টি জেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা।
দেখুন খবরটি
Today, from Sagar Island, I inaugurated 30 projects and laid the foundation stones for 19 others, with a financial outlay of ₹153 crore and ₹61 crore, respectively, aimed at the holistic development of 19 lakh people of South 24 Parganas.
Key highlights include 17 Anganwadi… pic.twitter.com/1mw4qexAjj
— Mamata Banerjee (@MamataOfficial) January 7, 2025
চলতি বছর গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব করার ডাক দিয়েছেন মমতা। সেই সঙ্গে পবিত্র এই মেলায় সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ ও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সাগর তার হৃদয়ে বড় জায়গা নিয়ে থাকে এমন কথাও মমতা বললেন।