অযোধ্যার (Ayodhya) রাম মন্দির ঘিরে নয়া আতঙ্ক। ফোন কিংবা ক্যামেরা নিয়ে ভিতরে প্রবেশ করতে না পেরে এবার ক্যামেরা লাগানো চশমা পরে মন্দিরের অন্দরে প্রবেশ করলেন এক যুবক। রাম মন্দিরের (Ram Mandir) ছবি তোলার জন্যে নতুন ফন্দি। ক্যামেরা লুকানো চশমা পরে মন্দিরের অন্দরে প্রবেশ করেন ওই যুবক। মন্দিরের একের পর এক ছবিও তাঁর চশমার ক্যামেরাবন্দি হয়। তবে যুবকের ফন্দি চোখ এড়াল না মন্দির নিরাপত্তাকর্মীদের। হাতেনাতে ধরা পড়েন গুজরাট ভাদোদরার বাসিন্দা জয়কুমার। পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত যুবককে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে জয়কুমার জানান, তিনি Ray-Ban Meta Wayfarer স্মার্ট চশমা পরে এমন কাণ্ড ঘটিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই স্মার্ট চশমার অন্যতম বিশিষ্ট হল, এতে রয়েছে লুকানো ক্যামেরা এবং মাইক।

স্মার্ট চশমায় আতঙ্ক রাম মন্দিরে...

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)