সান ফ্রান্সিস্কো, ৩০ নভেম্বর: ব্যবহারকারীদের তীব্র প্রতিক্রিয়া পাওয়ার পর নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি (inactive accounts) সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছেয়ে আসল টুইটার (Twitter)। অন্য উপায়ের খোঁজ না পাওয়া পর্যন্ত নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি সরিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২৬ নভেম্বর টুইটার ঘোষণা করে যে ১১ ডিসেম্বর থেকে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি স্থায়ীভাবে সরিয়ে ফেলার ঘোষণা করে। যে অ্যাকাউন্টগুলি ৬ মাসের বেশি ব্যবহার করা হয়নি, সেই অ্যাকাউন্টগুলিই সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। এই পদক্ষেপে মৃত ব্যক্তিদের (deceased) অ্যাকাউন্টগুলিই সরিয়ে ফেলা হতো।
এক বিবৃতিতে টুইটার বলেছে, আপাতত এটি নিয়ে পরিকল্পনা চূড়ান্ত না হওয়ায় তারা সিদ্ধান্ত থেকে সরে আসছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্লাটফর্মটিতে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো মনে রাখার কোনো প্রক্রিয়া ঠিক না হওয়া পর্যন্ত এগুলো মুছে ফেলা হবে না। যদি পরিকল্পনা চূড়ান্ত হয় তবে সবার আগে ইউরোপের বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরাবে। আর এর মূল কারণ, সেখানকার রেগুলেটর বা ডেটা প্রোটেকশন আইন। এর আগে টুইটারের একজন মুখপাত্র সংবাদমাধ্যম দ্য ভার্জকে জানিয়েছিলেন, গত ৬ মাস বা তার বেশি সময় ধরে ইনঅ্যাক্টিভ থাকা ব্যবহারকারীদের ইমেইলে এ বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছে টুইটার। দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকার কারণে অ্যাকাউন্টগুলি সরিয়ে ফেলা হচ্ছে। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ডিলিটের এই প্রক্রিয়া চলবে কয়েক মাস ধরে। আরও পড়ুন: Four Minutes To Check Answer Sheet: চার মিনিটেই দেখা যাবে পরীক্ষার খাতা! এমনই ব্যবস্থা করছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
তাদের প্লাটফর্মে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট মেমোরিয়ালাইজ করার সুযোগ নেই। ফলে বাধ্যতামূলক তারা সেগুলি সরিয়ে ফেলে। তবে সুবিধাটি চালু করতে তারা আলোচনা করছেন। মারা গেছেন এমন ইউজারের অ্যাকাউন্ট মুছে ফেলা হলে তা অনেক গ্রাহককে মর্মাহত করতে পারে। পরে টুইটার স্বীকার করেছে যে তারা এ বিষয়টি ভেবে দেখেনি।