![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/Judgement-Rep-Image.jpg?width=380&height=214)
নয়াদিল্লিঃ জোর করে স্ত্রীর(Wife) সঙ্গে অপ্রাকৃতিক যৌনতা(Unnatural sex), কোনও অপরাধ নয়, এমনটাই পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের(Chhattisgarh High Court)। স্ত্রীকে অপ্রাকৃতিক যৌন সঙ্গমে জোর করলেও স্বামীর বিরুদ্ধে ধর্ষণের(Rape) মামলা করা যাবে না বলে রায় হাইকোর্টের। প্রসঙ্গত, ছত্তিশগড় হাইকোর্টে এমন একটি মামলা করা হয়েছিল। যেখানে স্ত্রীর সঙ্গে অপ্রাকৃতিক যৌনতার ফলে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় স্ত্রীর। মহিলার পেরিটোনাইটিস এবং রেকটাল ছিদ হয়ে গিয়েছিল বলে জানান হাসপাতালের চিকিৎসকেরা। মৃত্য়ুকালীন জবানবন্দিতে ওই মহিলা জানান, তাঁর সঙ্গে জোর করে অপ্রাকৃতিক যৌনতায় লিপ্ত হয়েছিলেন স্বামী। এরপরই কোর্টের দ্বারস্থ হয় মৃতার পরিবার। সেই মামলার শুনানিকালেই এমন রায় দিল ছত্তিশগড় হাইকোর্ট।
বিয়ে করলেই সাতখুন মাফ! স্ত্রীর সঙ্গে জোর করে অপ্রাকৃতিক যৌন সঙ্গমের পক্ষে রায় আদালতের
এই মামলায় এদিন মুক্তি দেওয়া হয় ওই মহিলার স্বামীকে। এই ঘটনা খুন নয় বলে সাফ জানায় আদালত। বিচারপতি নরেন্দ্র কুমার ব্য়াসের বেঞ্চের মতে, "স্বামীর সঙ্গে যৌন সম্পর্কে ক্ষেত্রে স্ত্রীর সম্মতি গুরুত্বপূর্ণ নয়। স্ত্রী বয়স ১৫ বছরের কম না হলে স্ত্রীর সঙ্গে স্বামীর কোনও ধরনের যৌনতাকেই ধর্ষণ বলা যায় না।পাশাপাশি অপ্রাকৃতিক যৌনতার ক্ষেত্রে স্ত্রীর সম্মতিরও গুরুত্ব থাকে না। সুতরাং অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৭ মামলার বৈধতা নেই। তা শাস্তির আওতার বাইরে।"