Donald Trump, Vladimir Putin (Photo Credit: Instagram)

দিল্লি, ১২ ফেব্রুয়ারি: যে কোনও সময় ইউরোপের (Europe) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে রাশিয়া (Russia)। আগামী ৫ বছরের মধ্যে রাশিয়া যে কোনও সময় ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। ডেনমার্কের (Denmark) গুপ্তচর সংস্থার তরফে এমনই সতর্কতা প্রকাশ করা হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। রাশিয়া যদি ন্যাটোকে দুর্বল বলে মনে করে তাহলে ক্রেমলিন (Kremlin) আগামী ৫ বছরের  মধ্যে যে কোনও সময় ইউরোপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে বলে সতর্কতায় প্রকাশ করা হয়েছে। ইউরোপের দেশগুলিতে ন্যাটোর যে সেনা কর্মীরা রয়েছেন, তাঁরা দুর্বল হলে যে কোনও সময় তার ফায়দা রাশিয়া নিতে পারে। ন্যাটোর মধ্যে বিভেদ এলে (সে রাজনৈতিক বা দেশাত্ববোধক ভাগ), তার সুযোগ ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) দেশ নিতে পারে বলে সতর্কতায় জানিয়েছে ডেনমার্ক।

পাশাপাশি রাশিয়ার সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া  ইউরোপের যে দেশগুলি রয়েছে, তাদের উপর রুশ সেনা প্রথম হামলা চালাতে পারে বলেও ডেনমার্ক সতর্কতায় জানিয়েছে।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেন। মার্কিন প্রেসিডেন্ট  পুতিনকে যুদ্ধ থামানোর আর্জি জানান। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যেভাবে যুদ্ধ চালাচ্ছে, তা বন্ধের কথা একাধিকবার ট্রাম্পকে বলতে শোনা যায়। তবে রাশিয়ার তরফে কোনও সদুত্তর এখনও মেলেনি। এরপরই ট্রাম্প আবার বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ না করলে, রাশিয়াকে তাদের পণ্যের উপর উচ্চমূল্য শুল্কের জন্য তৈরি থাকতে হবে। ট্রাম্পের হুমকিকে পাত্তা না দিয়ে রাশিয়া যখন ইউক্রেনের বিভিন্ন জায়গা হামা চালিয়ে যাচ্ছে, সেই সময় যুদ্ধের আগাম সতর্কতা হিসেবে এমন দাবি করল ডেনমার্কের গুপ্তচর সংস্থা।