ওয়াশিংটন বিমানবন্দরে মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ফ্রান্স (France) সফর শেষ করে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের দেশে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। বুধবার ওয়াশিংটনে(washington) পৌঁছল মোদীর বিমান। এদিন ওয়াশিংটন বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা পেলেন নমো। বিমানবন্দরের বাইরে মোদীর জন্য অপেক্ষা করছিলেন বহু প্রবাসী ভারতীয়। তিরঙ্গা হাতে মোদীকে স্বাগত জানান তাঁরা। তাঁদের দেখে হাত নাড়েন মোদী। স্থানীয় সময় অভ্যর্থনা ট্রাম্পের ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মোদী। এরপর সন্ধ্যায় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

আমেরিকায় পা দিলেন মোদী

অন্যদিকে মোদী আমারিকায় পৌঁছনর আগেই শুল্ক নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার হোয়াইট হাউসে বসে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, "আমি আজই চড়া হারে শুল্ক চাপানারো বিষয়টি নিয়ে কিছু ঘোষণা করতে পারি বা আগামিকাল সকালে করতে পারি। যেসব দেশ আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের উপরে চড়া হারে শুল্ক চাপায়, তাদের উপরে পাল্টা চড়া শুল্ক চাপানোর সিদ্ধান্তে স্বাক্ষর করবে আমেরিকা।" প্রসঙ্গত, আগামী দু'দিন আমেরিকাতেই থাকবেন মোদী। এই সফরে আরও একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

বন্ধু ট্রাম্পের দেশে উষ্ণ অভ্যর্থনা পেলেন মোদী, দেখুন ভিডিয়ো